BMSS Bina Mulya Samajik Suraksha 2023: সমাজের অসংগঠিত শ্রমিক সম্প্রদায়, যেমন নির্মাণ কর্মী, চাল কলের কর্মী, পরিবহন কর্মী অর্থাৎ এই প্রকারের যেকোনো শ্রমিক যাদের লেবার কার্ড করা আছে, বা করার যোগ্যতা রাখেন তাদের জন্য সুখবর! রাজ্য সরকার এইসমস্ত খেতে খাওয়া লোকেদের জন্য চালু করেছে “বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা।” এই যোজনার অন্তর্ভুক্ত মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে বিপুল পরিমান অর্থ সাহায্য পেয়ে থাকেন। আসুন জেনে নিই কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যায়।
শিক্ষাক্ষেত্রে সুবিধা
এই প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাকারীগণের সন্তানেরা শিক্ষার খরচ বাবদ টাকা পেয়ে থাকেন। একাদশ শ্রেণীতে পাঠরত শ্রমিক সন্তান বছরে ৪ হাজার টাকা এবং দ্বাদশ শ্রেণীতে ৫ হাজার টাকা পেয়ে থাকেন। ITI কিংবা স্নাতক স্তরে পড়াশোনা চলাকালীন ৬ হাজার টাকার সাহায্য দেওয়া হয় আবার স্নাতকোত্তর বা পলিটেকনিক স্তরে দেওয়া হয় ১০ হাজার টাকার বৃত্তি। সেইসাথে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এ পাঠরত ছাত্র-ছাত্রীরা ৩০ হাজার টাকার বৃত্তি পেয়ে থাকেন। এছাড়াও প্রকল্পের আওতায় থাকা পরিবারের সদস্যদের বিনামূল্যে কারিগরি শিক্ষার সুবিধাও দেওয়া হয়ে থাকে।
যোজনায় পাওয়া যায় চিকিৎসার সুবিধাও
সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত সুবিধাপ্রাপ্ত শ্রমিকদের পরিবারে থাকে “বেঙ্গল হেলথ স্কিম” এর সুবিধা, যার ফলে পরিবারের যেকোনো ব্যক্তির অসুখ-বিসুখে সর্বোচ্চ ২০ হাজার টাকা এবং অপারেশন খরচ বাবদ সর্বোচ্চ ৬০ হাজার টাকা চিকিৎসা বীমার সুবিধা দেওয়া হয়।
মৃত্যু অথবা হঠাৎ এক্সিডেন্ট এর জন্য সাহায্য
এই যোজনা চলাকালীন একাউন্ট ধারকের সাধারণ মৃত্যু হলে ৫০ হাজার টাকা এবং এক্সিডেন্টাল মৃত্যুতে পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয়। যদি এক্সিডেন্ট এর ফলে একাউন্ট ধারক শারীরিক অক্ষম হয়ে পড়েন, তবে সর্বনিম্ন ৫০ হাজার এবং সর্বোচ্চ ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়।
এটিও পড়ুন : প্রতিটি কৃষক পাবেন কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩ লক্ষ টাকা।
এতে কি কোনো টাকা জমা করতে হয়?
হ্যাঁ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আবেদনকারীদের মাসে ২৫ টাকা প্রভিডেন্ট ফান্ড একাউন্টে জমা করতে হবে, এতে সরকার আরও ৩০ টাকা জমা করে থাকবে। উপভোক্তার ৬০ বছর হলে এই ফান্ড ম্যাচুওর হবে এবং সুদ-আসলে ফেরৎ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
প্রথমেই বলা হয়েছে, এই প্রকল্পে শুধুমাত্র তারাই আবেদন জানাতে পারবেন, যারা অসংগঠিত শ্রমিক শ্রেণীর মধ্যে পড়েন। এক্ষেত্রে তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে এবং মাসিক আয় হতে হবে ৬৫০০ টাকা অথবা তার কম।
কোথায় করবেন আবেদন?
এই প্রকল্পে আবেদন করতে হলে অনলাইনে https://bmssy.wblabour.gov.in/ -এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি চাইলে নিজের এলাকার “বাংলা সহায়তা কেন্দ্রে” গিয়েও এই প্রকল্পে নিজেকে রেজিস্টার করতে পারেন। আর যদি, “দুয়ারে সরকার” এর অভিযান হয়, সেখানেও গিয়ে আপনারা নিজেদের নাম রেজিস্টার করতে পারেন।
যেসব ডকুমেন্টস লাগবে
বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আবেদনকারীদের নিম্নে উল্লেখিত ডকুমেন্টসগুলি জমা করতে হবে-
⇒ আধার কার্ড
⇒ রেশন কার্ড
⇒ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
⇒ পাসপোর্ট সাইজ ফটো
⇒ মোবাইল নম্বর
⇒ কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
⇒ ইনকাম সার্টিফিকেট
আরেকটি প্রকল্প : এবার কেন্দ্রীয় প্রকল্পে প্রথম থেকে দশম শ্রেণীর মেয়েদের মিলবে প্রতিবছর আর্থিক অনুদান, আবেদন চলছে।