রাজ্যের পৌরসভায় Group C পদে কর্মী নিয়োগ চলছে, মাধ্যমিক যোগ্যতায় করা যাবে আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Municipality Recruitment 2023: বীরভূম জেলার সাঁইথিয়া মিউনিসিপালিটিতে একাধিক শূন্যপদে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনযোগ্য। আগামী ১০.০৮.২০২৩ এর মধ্যে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা পদগুলিতে আবেদন করতে পারবেন। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব কারা, কোন যোগ্যতায়, কিভাবে আবেদন করবেন।

নিয়োগকারী সংস্থা Sainthia Municipality, Birbhum
Advertisement no. 82/Health/SM/2023
অফিসিয়াল ওয়েবসাইট Sainthia Municipality
মোট শূন্যপদ  ৩ টি।
আবেদন শুরু ২৭.০৭.২০২৩
আবেদন শেষ ১০.০৮.২০২৩

পদের নাম

Clerical Assistant 

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে স্নাতক উত্তীর্ন হতে হবে, সেইসাথে কম্পিউটারে MS Office ও ইন্টারনেট বিষয়ে অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০৪.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১৫,০০০ টাকা।

এটিও পড়ুন : রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় শুরু হল আবেদন।

 

পদের নাম

Office Assistant 

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০৪.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১০,০০০ টাকা।

*আরেকটি পদেও আবেদন নেওয়া হচ্ছে, বিশদে জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন। 

 

নিয়োগ পদ্ধতি

আবেদন শেষে, যোগ্য চাকরিপ্রার্থীদের নাম অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনোরকম কল লেটার দেওয়া হবেনা, প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি

ইচ্ছুক আবেদনকারীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। প্রথমে একটি CV তৈরী করতে হবে, তারপর সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং নিজের এটাস্টেড করা মার্কশীট ও এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে) মিউনিসিপ্যালিটির অফিসের ঠিকানায় একটি মুখবন্ধ খামে ভরে পাঠাতে হবে। তবে কাছাকাছি থাকা চাকরিপ্রার্থীরা অফিস টাইমে সরাসরি মিউনিসিপ্যালিটি অফিসের পোস্ট বক্সেও ফেলে আসতে পারেন।

আবেদনের ঠিকানা

Sainthia Municipality Office, Sainthia, West Bengal, 731234, ফোন নং – 03462-262667, 03462-265252

 

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

চাকরির খবর : মাধ্যমিক যোগ্যতায় ইসরোতে চাকরির সুযোগ, অনলাইনে শুরু হল আবেদন গ্রহণ।

মক টেস্ট : জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১৩

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment