প্রতিবছর রাজ্য ও কেন্দ্রে থাকে প্রচুর শূন্যপদ, অথচ কম্পেটিশন নেই বললেই চলে! উচ্চমাধ্যমিক পাশ হলে করে নিন এই কোর্সটি।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

উচ্চমাধ্যমিক পাশ করে বসে আছেন কিংবা উচ্চমাধ্যমিক দিয়েছেন, এবার ভাবছেন চিরাচরিত নিয়ম মেনে B. A. অথবা B. Sc. কমপ্লিট করে কলেজ ডিগ্রী কোর্সটা সেরে ফেলবেন। ভালো চিন্তাধারা। কিন্তু এই কোর্সগুলো করার পর ভবিষ্যৎ কতটা সুরক্ষিত হয়, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। কারণ B.A. ডিগ্রি করার পরও, বেশিরভাগ শিক্ষার্থীদের মাধ্যমিক লেভেলের পরীক্ষা পাশ করাও দুঃসাধ্য হয়ে ওঠে। কারণটা আমরা সকলেই জানি। সে বিষয়ে আর জলঘোলা না করাই ভালো।

ব্যাপারটা হল, আজকাল কম্পেটিশন অনেক বেড়ে গেছে। ১০০০ টা শূন্যপদে কোনো বিজ্ঞপ্তি বের হলে, ১৫ লক্ষ আবেদন জমা পড়ে। যদিও বেশিরভাগ চাকরিপ্রার্থীরাই প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিতে যায় তবুও, কম্পেটিশন আগের তুলনায় অনেকটা বেড়েছে। তাই যদি, একটু বুদ্ধি করে অন্য কোনো টেকনিক্যাল কোর্স করে নেওয়া যায়, এই কম্পেটিশনের গ্রাফ তরতর করে পড়ে যায়। আজকের প্রতিবেদনে আমরা এমনই একরকমের কোর্সের বিষয়ে আলোচনা করবো, যেটির জন্য যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ হলেও, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে প্রতিবছর কয়েক হাজার শূন্যপদে চাকরি পাওয়া যায়।

কোর্সটির নাম

Diploma In Medical Laboratory Technology (DMLT)

যোগ্যতা

প্রথমেই বলে রাখি, উচ্চমাধ্যমিকে সাইন্স নিয়ে পাশ করা বাধ্যতামূলক হলেও, এই কোর্সটি মাধ্যমিক পাশ করা সাধারণ শিক্ষার্থীরাও সম্পূর্ণ করতে পারবেন। কিভাবে? এক কথায় উত্তর হল- NIOS এর মাধ্যমে, অর্থাৎ National Institute of Open Schooling, এটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি শিক্ষা প্রতিষ্ঠান।

NIOS থেকে সহজেই কমপ্লিট করুন উচ্চমাধ্যমিক

হ্যাঁ, সহজেই সাইন্স বিভাগে পাশ করা যায়। এর জন্য প্রার্থীকে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতার হতে হবে, তারপর NIOS এ সাইন্স বিভাগের জন্য এপলাই করতে হবে। বিশ্বাস রাখুন, খুব সহজেই আপনি সাইন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে পারবেন এখান থেকে।

আরেকটি কোর্স : পুরোনো ধাঁচের কম্পিউটার কোর্সের দিন শেষ, উচ্চমাধ্যমিকের পর এই তিনটি কোর্স করে পান নিশ্চিৎ চাকরি।

কোথা থেকে কোর্সটি করতে পারবেন

রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি ইনস্টিটিউটে এই কোর্স করার সুযোগ রয়েছে। তবে, রাজ্য সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে করতে পারলে ভালো হয়। এবিষয়ে বোঝাপড়ার জন্য নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন (WhatsApp), যথাসম্ভব সাহায্য করা হবে।

চাকরির সুযোগ কতটা?

আগেও বলেছি, বিস্তর সুযোগ। সেন্ট্রাল ফোর্স সহ, কেন্দ্র ও রাজ্যসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে হাসপাতালগুলিতে প্রতিবছর, Lab Technician, Laboratory Attendant পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এছাড়াও একজন স্বীকৃত ল্যাবরেটরি টেকনিশিয়ান হতে পারলে, যেকোনো প্রাইভেট মেডিক্যাল ল্যাবে ১৫ থেকে ২০ হাজার টাকা বেতনের চাকরির সুযোগ রয়েছে।

উপরি সুবিধা

কোর্সটি করার পর শিক্ষার্থী তার সার্টিফিকেটটি চাইলে কোনো বেসরকারি ল্যাবরেটরিকে লাইসেন্স করার উদ্দেশ্যে ভাড়াও দিতে পারেন, তাতে বছরে ৪০ থেকে ৫০ হাজার টাকা ভাড়া পাওয়া যায়।

পরিশেষে

সবাই যেদিকে ছুটেছে, সেদিকে ছুটে লাভ নেই। ভীড়ের মধ্যে প্রচন্ড কম্পেটিশন থাকে। তাই নিজের রাস্তাটা আলাদা করে নিতে হয়, তবে রাস্তাটি অনেকের কাছে অজানা হতে পারে, কিন্তু তাতে হয়তো সহজেই গন্তব্যে পৌঁছেও যাওয়া যায়। আশা করি আমাদের প্রতিবেদনটি তথ্যপূর্ণ ছিল। ভালো লাগলে, বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করুন এবং এইরকম আরও বিভিন্ন কোর্সের ব্যাপারে জানতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।

চাকরির খবর : প্রকাশিত হল দিল্লি পুলিশ সহ অন্যান্য কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে করুন আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment