জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : চাকরির পরীক্ষায় জেনারেল নলেজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের সকলেরই জানা। বিশেষ করে যে সকল পরীক্ষার্থী রাজ্য সরকারি পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তারা জানেন, এই সকল পরীক্ষায় জেনারেল নলেজের ওজন কতটা দেওয়া হয়। জেনারেল নলেজ হল বিশাল বড় একটা বিষয়, এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও যুক্ত থাকে। তাই বাড়িতে পড়ার পাশাপাশি প্রতিনিয়ত মক টেস্টের মাধ্যমে সেগুলিকে মাঝে মাঝেই ঝালিয়ে নেওয়ার অভ্যেস রাখা অত্যন্ত লাভজনক প্রমান হতে পারে। আজকে আমরা ২০ টি প্রশ্ন ও তার সমাধান এই প্রতিবেদনে শেয়ার করব, চলো আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের MCQ প্রশ্ন ও উত্তরগুলি।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) ভাকরা-নাঙ্গাল জলাধার কোন নদীর উপর অবস্থিত?
ক. সিন্ধু।
খ. ভাগীরথী।
গ. ঝিলাম।
ঘ. শতুদ্র।
View Answer
২) বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়?
ক. মেসোস্ফিয়ার।
খ. ট্রপোস্ফিয়ার।
গ. হেটেরোস্ফিয়ার।
ঘ. স্ট্রাটোস্ফিয়ার।
View Answer
৩) ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে?
ক. সঙ্গীতের ক্ষেত্রে।
খ. বিজ্ঞানের ক্ষেত্রে।
গ. চিকিৎসার ক্ষেত্রে।
ঘ. ক্রীড়া ক্ষেত্রে।
View Answer
৪) নীচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ?
ক. টাইফয়েড।
খ. বসন্ত।
গ. পোলিও।
ঘ.।
View Answer
৫) লাখবক্স নামে কে পরিচিত ছিলেন?
ক. ইলতুৎমিশ।
খ. মহম্মদ ঘোরী।
গ. ফিরোজ শাহ তুঘলক।
ঘ.।
View Answer
৬) বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে?
ক. শশাঙ্ক।
খ. বল্লাল সেন।
গ. লক্ষণ সেন।
ঘ.।
View Answer
৭) কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়?
ক. ক্রোনোমিটার।
খ. ব্যারোমিটার।
গ. স্পিডোমিটার।
ঘ. এনিমোমিটার।
View Answer
৮) কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত?
ক. শতদ্রু।
খ. চন্দ্রভাগা।
গ. সিন্ধু।
ঘ.।
View Answer
৯) ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে?
ক. ভারত ও পাকিস্তান।
খ. ভারত ও চীন।
গ. ভারত ও মায়ানমার।
ঘ.।
View Answer
১০) বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
ক. কর্ণাটক।
খ. মধ্যপ্রদেশ।
গ. ঝাড়খন্ড।
ঘ. আসাম।
View Answer
চাকরির খবর : রামকৃষ্ণ মিশন স্কুলে Group-D স্টাফ ও শিক্ষক পদে নিয়োগ, আবেদন প্রক্রিয়া জেনে নিন।
১১) মানুষের দুধে দাঁতের সংখ্যা কয়টি?
ক. ২১ টি।
খ. ২৬ টি।
গ. ২০ টি।
ঘ. ১৭ টি।
View Answer
১২) ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে?
ক. ম্যাগনেসিয়াম।
খ. অ্যালুমিনিয়াম।
গ. লোহা।
ঘ. তামা।
View Answer
১৩) বায়োগ্যাসের প্রধান উপাদান হলো –
ক. বিউটেন।
খ. অক্সিজেন।
গ. মিথেন।
ঘ. নাইট্রোজেন।
View Answer
১৪) কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলে আখ্যা দেওয়া হয়?
ক. ব্যাঙ্গালোর।
খ. মুম্বাই।
গ. চেন্নাই।
ঘ. আহমেদাবাদ।
View Answer
১৫) কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৫৮ সালে।
খ. ১৮০০ সালে।
গ. ১৮৫৭ সালে।
ঘ.।
View Answer
এটিও পড়ুন : পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, অনলাইনে শুরু হল আবেদন।
১৬) রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন?
ক. A
খ. D
গ. C
ঘ. K
View Answer
১৭) ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
ক. কার্নালে।
খ. নিউ দিল্লিতে।
গ. দেরাদুনে।
ঘ. এর্নাকুলামে।
View Answer
১৮) বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত?
ক. মাগধী প্রাকৃত।
খ. সংস্কৃত।
গ. পালি।
ঘ. প্রাকৃত।
View Answer
১৯) মানব দেহে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি?
ক. ১২ টি।
খ. ২৪ টি।
গ. ৩২ টি।
ঘ. ১৬ টি।
View Answer
২০) প্রিয়দর্শিকা গ্রন্থটি কার লেখা?
ক. কনিষ্ক।
খ. বাণভট্ট।
গ. আর্যভট্ট।
ঘ. হর্ষবর্ধন।
View Answer
মক টেস্ট : জেল পুলিশ ও আসন্ন ফুড SI পরীক্ষার জন্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর।