রাজ্যে ৯৪৯ টি শূন্যপদে ফসল বীমা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলছে।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

BCGIL Recruitment: ভারতীয় কোঅপারেটিভ জেনারেল ইন্সুরেন্স লিমিটেড এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে মোট ৯৪৯ টি শূন্যপদে ফসল বীমা অ্যাসিস্ট্যান্ট নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই বিপুল শূন্যপদে করতে পারবেন আবেদন। তবে তার আগে জেনে নিন আবেদন সম্পর্কিত সমস্ত তথ্যাদি।

নিয়োগকারী সংস্থা Bhartiya Cooperative General Insurance Ltd (BCGIL)
Advertisement no. 20-23/2023-FBA
অফিসিয়াল ওয়েবসাইট www.bharatinsurance.org
মোট শূন্যপদ  ৯৪৯ টি।
আবেদন শেষ ১৫.০৭.২০২৩

পদের নাম

ফসল বীমা অ্যাসিস্ট্যান্ট

মোট শূন্যপদ : ৯৪৯ টি। (UR – ৪৪৯ টি, EWS- ১১৫ টি, SC – ১১১ টি, ST- ১০২ টি, OBC- ১৩০ টি, PWD- ৪২ টি)

শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ এবং সেইসাথে বাংলা ভাষায় সাবলীল হতে হবে।

বয়স সীমা : আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা প্রতিমাসে ২১,০০০ টাকা বেতন + অন্যান্য ভাতা পাবেন।

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে আলোচিত ৮ নম্বর বিষয়টি পড়ুন।

আরও খবর : রাজ্যের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একাধিক কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে করুন আবেদন।

আবেদন পদ্ধতি 

ফসল বীমা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট https://www.bharatinsurance.org/ এ গিয়ে Recruitments অপশনে ক্লিক করে অনালাইনে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে (তবে প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।

আবেদন ফি

এই পদে আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীদের ২৫০ টাকা UPI এর মাধ্যমে পাঠাতে হবে। রেজিস্ট্রেশন নম্বরটি ফি পেমেন্ট এর সময় লাগবে তাই অনলাইন আবেদন করার সময় রেজিস্ট্রেশন নম্বরটি লিখে রাখবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক :  Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment