ALP and Technician Recruitment 2023: শুরু হয়ে গেল ভারতীয় রেলে ALP/ Technician & Jr. Engineer পদে নিয়োগ। ভারতীয় রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে বলা হয়েছে আগামী ২১.০৮.২০২৩ পর্যন্ত, ভারতে বসবাসকারী যেকোনো যোগ্য রেগুলার চাকরিপ্রার্থী শূন্যপদগুলিতে আবেদন জানাতে পারবে। আসুন নিচে আমরা বিস্তারিতভাবে জেনে নিই, কিভাবে করা যাবে এই আবেদন।
নিয়োগকারী সংস্থা | South East Central Railway, RRC |
Advertisement no. | 01/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | secr.indianrailways.gov.in |
মোট শূন্যপদ | ১০১৬ টি। |
আবেদন শুরু | ২২.০৭.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৮.২০২৩ |
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ট্রেনের ড্রাইভার)
মোট শূন্যপদ : ৮২০ টি।
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং সেইসাথে ITI অথবা এপ্রেন্টিসশীপ ট্রেনিং দেওয়া থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : ০১.০১.২০২৪ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৪২ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল- ২ হারে বেতন পাবেন।
পদের নাম
টেকনিসিয়ান
মোট শূন্যপদ : ১৩২ টি।
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং সেইসাথে ITI অথবা এপ্রেন্টিসশীপ ট্রেনিং দেওয়া থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : ০১.০১.২০২৪ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৪২ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল- ২/লেভেল- ৫ হারে বেতন পাবেন।
চাকরির খবর: রাজ্যের ইনস্টিটিউটে একাধিক ‘গ্রুপ সি’ কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন শুরু।
পদের নাম
জুনিয়র ইঞ্জিনিয়ার
মোট শূন্যপদ : ৬৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকলে আবেদনযোগ্য আবেদনযোগ্য।
বয়স সীমা : ০১.০১.২০২৪ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৪২ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল- ৬ হারে বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি
- লিখিত পরীক্ষা।
- স্কিল টেস্ট।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
- মেডিক্যাল টেস্ট।
আবেদন পদ্ধতি
উল্লেখ্য তিনটি পদে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট secr.indianrailways.gov.in এ গিয়ে Recruitments অপশনে ক্লিক করে অনালাইনে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে (তবে প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন লিংক (Active on 22.07.2303) : | Apply Now |
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |