AAI Recruitment 2023: Airports Authority of India (AAI) এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এতে JA, SA, Jr. Executive পদ গুলিতে মোট ৩৪২ টি শূন্যপদে নিয়োগের কথা ঘোষিত হয়েছে। ভারতের যেকোনো রাজ্য থেকেই করা যাবে এই আবেদন। তাই পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য প্রার্থীরা জেনে নিন, কিভাবে কোন কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন।
নিয়োগকারী সংস্থা | Airports Authority of India (AAI) |
Advertisement no. | 03/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | aai.aero |
মোট শূন্যপদ | ৩৪২ টি। |
আবেদন শুরু | ০৫.০৮.২০২৩ |
আবেদন শেষ | ০৪.০৯.২০২৩ |
পদের নাম
Junior Executive (Common Cadre)
মোট শূন্যপদ : ২৩৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে, যেকোনো শাখায় স্নাতক পাশ হতে হবে।
বয়স সীমা : ০৪.০৯.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা AAI এর নিয়ম অনুযায়ী বার্ষিক ১৩ লক্ষ টাকা বেতন পাবেন।
পদের নাম
Junior Assistant (Office)
মোট শূন্যপদ : ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে, যেকোনো শাখায় স্নাতক পাশ হতে হবে।
বয়স সীমা : ০৪.০৯.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা AAI এর নিয়ম অনুযায়ী বার্ষিক ১০ লক্ষ টাকা বেতন পাবেন।
**আরও ৩ টি পদে, বাকি শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে, বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে, বিজ্ঞপ্তিটি পড়ুন।
চাকরির খবর : কেন্দ্রীয় বিদ্যালয়ে ৬৩২৯ টি শূন্যপদে প্রহরী এবং শিক্ষক নিয়োগ, অনলাইনে শুরু হল আবেদন।
নিয়োগ পদ্ধতি
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- কম্পিউটার টেস্ট (MS Office)
- লিখিত পরীক্ষা
আবেদন পদ্ধতি
উল্লেখ্য তিনটি পদে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট aai.aero -এ গিয়ে “CAREERS” অপশনে ক্লিক করে অনালাইনে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে (তবে প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।
আবেদন মূল্য
বিজ্ঞপ্তিতে প্রকাশিত সমস্ত শূন্যপদে আবেদনের জন্য, Gen/ OBC/ EWS প্রার্থীদের মোট ১,০০০ টাকা জমা করতে হবে, তবে SC/ ST/ PwD/ Female/ AAI Apprentices প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য দিতে হবেনা।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন লিংক (Actives on 05.08.2023) : | Apply Now |
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
মক টেস্ট : জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১০