এয়ার ইন্ডিয়াতে উচ্চমাধ্যমিক পাশে কেবিন ক্রিউ পদে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Air India Cabin Crew Recruitment: ভারতের সবচেয়ে পুরোনো ও সবচেয়ে প্রসিদ্ধ বিমান পরিষেবা সংস্থা হল এয়ার ইন্ডিয়া। তারা সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কয়েকটি বিজ্ঞাপন প্রকাশিত করেছে, এতে কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে কেবিন ক্রিউ (Cabin Crew) নিয়োগের ব্যাপারে জানানো হয়েছে। কোলকাতা রিজিয়নের জন্য আগামী ১৮.০৮.২০২৩ এর আগে পশ্চিমবঙ্গের যেকোনো যোগ্য চাকরিপ্রার্থীই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা উক্ত নোটিশের সকল গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা করব এবং সেইসাথে আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব।

নিয়োগকারী সংস্থা Air India Ltd.
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট https://careers.airindia.com/
মোট শূন্যপদ 
আবেদন শুরু ০১.০৮.২০২৩
আবেদন শেষ ১৮.০৮.২০২৩

পদের নাম

Cabin Crew (Female)

মোট শূন্যপদ : উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে যেকোনো বিভাগে, ন্যূনতম ৫০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীকে অবশ্যই সাবলীলভাবে ইংরেজি ও হিন্দি বলতে জানতে হবে।

অন্যান্য যোগ্যতা

উচ্চতা : এই পদে আবেদনকারী মহিলার উচ্চতা হতে হবে অন্তত ১৫৫ সেমি।

ওজন : আবেদনকারী প্রার্থীর ওজন উচ্চতার সাথে সামঞ্জস্য রেখে হতে হবে। অর্থাৎ, BMI রেট হতে হবে ১৮ থেকে ২২ এর মধ্যে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে Cabin Crew এর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৫ বছর।

**এছাড়াও আরও তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নোটিশটি দেখে নিন। 

চাকরির খবর : ৩০,০০০+ শূন্যপদে পোস্ট অফিসে ডাক সেবক সহ অন্যান্য পদে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন।

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

উল্লেখ্য পদে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য-

  1. এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল Recruitment ওয়েবসাইট  https://careers.airindia.com/ ভিজিট করতে হবে।
  2. তারপর হোম পেজে থাকা Cabin Crew অপশনে ক্লিক করতে হবে।
  3. সেখানে যে রিজিয়নের জন্য Apply করতে চান সেখানে ক্লিক করুন। কলকাতার জন্য কলকাতার অপশনে ক্লিক করুন।
  4. তারপর নোটিশটি ভালোমত পড়ে নিয়ে, নীচে Apply Now অপশনে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন।

ইন্টারভিউয়ের সময় ও তারিখ

এই পদে যারা কোলকাতা রিজিওনের জন্য আবেদন করবেন, তাদের আগামী ১৮.০৮.২০২৩ তারিখে সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০ এর মধ্যে নীচের উল্লেখিত স্থানে পৌঁছোতে হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা

Holiday Inn, Biswa Bangla Sarani, Near City Centre 2,
Dash Drone, Newtown,
Kolkata – 700136

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
আবেদনের লিঙ্ক :  Apply Now

আরেকটি চাকরি : পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment