ভারতীয় বায়ুসেনায় ৩ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ, জেনে নিন কিভাবে করবেন আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Air Force Agniveer Recruitment 2023: ৩ হাজারেরও বেশি শূন্যপদে “অগ্নিবীর বায়ু” নিয়োগ করতে চলেছে ভারতীয় বায়ু সেনা। ১১ জুলাই এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইটে। এতে সমস্ত যোগ্য অবিবাহিত পুরুষ এবং মহিলা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। আগামী ২৭ জুলাই থেকে শুরু হয়ে যাবে অনলাইন আবেদন প্রক্রিয়া, তাই সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে জেনে নাও আবেদন ও নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্যগুলি।

নিয়োগকারী সংস্থা Indian Air Force (IAF)
Advertisement no. Agniveer Intake 01/2024
অফিসিয়াল ওয়েবসাইট agneepathvayu.cdac.in
মোট শূন্যপদ  ৩০০০+ টি।
আবেদন শেষ ১৭.০৮.২০২৩
পরীক্ষার তারিখ ১৩.১০.২০২৩

পদের নাম

অগ্নিবীর বায়ু

মোট শূন্যপদ : ৩০০০+ টি।

শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ইংরেজিতে ন্যূনতম ৫০% এবং মোট নম্বরের ওপর ন্যূনতম ৫০% নম্বর নিয়ে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ অথবা অথবা ইঞ্জিনিয়ারিং -এ তিন বছরের ডিপ্লোমা অথবা বিজ্ঞান বিভাগে ভোকেশনাল কোর্স করে থাকতে হবে।

বয়স সীমা : আবেদনকারীর বয়স ন্যূনতম ১৭.৫ বছর  এবং সর্বাধিক ২১ বছর হলে আবেদনযোগ্য। অর্থাৎ জন্ম হতে হবে, 27/6/2003 এবং 27/12/2006 এর মধ্যে।

মাসিক বেতন

এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসের বেতন কাঠামো নিম্নরূপ:

প্রথম বছর – ৩০,০০০ টাকা। যার মধ্যে, ২১,০০০ টাকা প্রতিমাস (হাতে) + ৯০০০ টাকা জমা।

দ্বিতীয় বছর – ৩৩,০০০ টাকা। যার মধ্যে, ২৩,১০০ টাকা প্রতিমাস (হাতে) + ৯,৯০০ টাকা জমা।

তৃতীয় বছর – ৩৬,৫০০ টাকা। যার মধ্যে, ২৫,৫৮০ টাকা প্রতিমাস (হাতে) + ১০,৯৫০ টাকা জমা।

চতুর্থ বছর – ৪০,০০০ টাকা। যার মধ্যে, ২৮,০০০ টাকা প্রতিমাস (হাতে) + ১২,০০০ টাকা জমা।

এইভাবে চতুর্থ বছর চলার পর, যদি নিয়মানুসারে চাকরি থেকে অবসর দেওয়া হয়, তবে জমানো টাকা এবং সমপরিমাণ সরকারি অবদান মিলিয়ে সুদ সহ মোট ১১.৭১ লক্ষ টাকা “সেবা নিধি প্যাকেজ” স্বরূপ দেওয়া হবে।

চাকরির খবর : ১৭০০০+ শূন্যপদে IRB GD কনস্টেবল পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা।

CASB

PET এবং PMT

ডকুমেন্ট ভেরিফিকেশন।

মেডিক্যাল টেস্ট।




PET, PMT পরীক্ষার উত্তীর্ণ হওয়ার মানদণ্ড
উচ্চতা ১৫২.৫ সেমি।
বুকের ছাতি ৫ সেমি ফোলাতে হবে।
দৌড় ১.৬ কিমি ৬.৩০ মিনিটের মধ্যে।
পুশ আপ  ১০ বার।
সিট্ আপ  ১০ বার।
স্কোয়াটস ২০ টি।

আবেদন পদ্ধতি 

উল্লেখ্য পদে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট agneepathvayu.cdac.in এ গিয়ে অনালাইন ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে (তবে প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে।

আবেদন ফি

প্রত্যেক আবেদনকারীকে ২৫০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক : (২৭.০৭.২০২৩ থেকে active হবে) Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now




WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment