AIIMS Patna Recruitment 2023: এইমস পাটনা এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে মোট ৬৪৪ টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আমরা বিজ্ঞাপন থেকে বেছে নেওয়া সেই সমস্ত শূন্যপদগুলি সম্পর্কেই আলোচনা করব, যেগুলিতে সাধারণত সবাই আবেদনযোগ্য।
নিয়োগকারী সংস্থা | All India Institute of Medical Sciences (AIIMS), Patna |
Advertisement no. | F-126282/Rect./Non-Faculty/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | aiimspatna.edu.in |
মোট শূন্যপদ | ৬৪৪ টি। |
আবেদন শেষ | ১১.০৭.২০২৩ |
পদের নাম
অফিস অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ : ৪৩ টি। (UR – ১৮ টি, EWS- ০৪ টি, SC – ০৬ টি, ST- ০৩ টি, OBC- ১২ টি)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক, সেইসাথে কম্পিউটার জেনে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ৬ অনুযায়ী ৩৫,৪০০ টাকা থেকে ১,১২.৪০০ টাকা।
পদের নাম
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ : ১৬ টি। (UR – ০৫ টি, EWS- ০১ টি, SC – ০৪ টি, OBC- ০৬ টি)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক, সেইসাথে কম্পিউটারে টাইপিং জেনে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : এই পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
পদের নাম
স্টোর কিপার – ক্লার্ক
মোট শূন্যপদ : ৩০ টি। (UR – ০৯ টি, EWS- ০২ টি, SC – ০৫ টি, ST- ০১ টি, OBC- ১৩ টি)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক হয়ে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : এই পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
চাকরির খবর : রাজ্যের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একাধিক কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে করুন আবেদন।
পদের নাম
ওয়্যারম্যান
মোট শূন্যপদ : ২০ টি। (UR – ১০ টি, EWS- ০২ টি, SC – ০৩ টি, OBC- ০৫ টি)
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে আবেদনকারীর যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হয়ে থাকলেই আবেদনযোগ্য। সেইসাথে ইলেক্ট্রিক্যালস বিষয়ে ITI কোর্স করে থাকতে হবে এবং ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
বয়স সীমা : এই পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
পদের নাম
ড্রাইভার
মোট শূন্যপদ : ১৬ টি। (UR – ০৭ টি, EWS- ০২ টি, SC – ০৩ টি, OBC- ০৪ টি)
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে আবেদনকারীর যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হয়ে থাকলেই আবেদনযোগ্য। সেইসাথে হালকা ও ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এবং মাল বোঝাই গাড়ি চালানোর ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
বয়স সীমা : এই পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
পদের নাম
মেকানিক (এসি এবং ফ্রিজ)
মোট শূন্যপদ : ৬ টি। (UR – ০৫ টি, OBC- ০১ টি)
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে আবেদনকারীর যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হয়ে থাকলেই আবেদনযোগ্য। সেইসাথে ২ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে।
বয়স সীমা : এই পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
পদের নাম
লিফ্ট অপারেটর
মোট শূন্যপদ : ১২ টি। (UR – ০৬ টি, EWS- ০১ টি, SC – ০২ টি, OBC- ০৩ টি)
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে আবেদনকারীর যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হয়ে থাকলেই আবেদনযোগ্য। সেইসাথে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে।
বয়স সীমা : এই পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
নিয়োগ পদ্ধতি
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট | লিখিত পরীক্ষা (CBT) এবং টাইপিং টেস্ট। |
বাকি পোস্টগুলি | লিখিত পরীক্ষা (CBT) |
আবেদন পদ্ধতি
উপরিউক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট https://cdn.digialm.com/ এ গিয়ে সম্পূর্ণ অনালাইনে আবেদন জানাতে হবে (তবে প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।
আবেদন ফি
জেনারেল ও ওবিসি – ৩০০০ টাকা।
SC/ST/EWS – ২৪০০ টাকা।
PwBD – শূন্য।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন লিংক : | Apply Now |
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |