আবারও AIIMS প্রকাশ করলো গ্রুপ C পদে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক যোগ্যতা থেকে আবেদন শুরু।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

AIIMS Bhubaneswar Vacancy 2023: ভুবনেশ্বর AIIMS এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, এতে ৭২ রকমের মোট ৭৭৫ টি গ্রুপ B এবং গ্রুপ C শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। আমরা জানি বর্তমানে রাজ্যে চলছে চাকরির মন্দা, তাই যেহেতু এটি একটি কেন্দ্র সরকারি চাকরি, সেহেতু পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের উচিৎ এসমস্ত চাকরিগুলোতে আবেদন করা। আজকের প্রতিবেদনে বিশেষত সেইসব পদগুলি বেছে নিয়ে আলোচনা করব, যেগুলিতে প্রায় সকল চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবে।

নিয়োগকারী সংস্থা All India Institute of Medical Sciences
Advertisement no. AIIMS.BBSR/RECT/

2023/990/B&C/1583

অফিসিয়াল ওয়েবসাইট https://aiimsbhubaneswar.nic.in
মোট শূন্যপদ  ৭৭৫ টি।
আবেদন শেষ ৩০.০৭.২০২৩

পদের নাম

Office Attendant Grade-II

মোট শূন্যপদ : ৩২ টি। (UR – ১৫ টি, EWS- ৩ টি, SC – ৫ টি, ST- ৬ টি, OBC- ৩ টি)

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ১ অনুসারে বেতন পাবেন এছাড়া রয়েছে অন্যান্য ভাতাসমূহ।

 

পদের নাম

Hospital Attendant Grade-III

মোট শূন্যপদ : ১০৬ টি। (UR – ৪৫ টি, EWS- ১০ টি, SC – ১৬ টি, ST- ২৩ টি, OBC- ১২ টি)

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাশ এবং সেইসাথে Hospital Service ওপর কোনো সার্টিফিকেট কোর্স করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ১ অনুসারে বেতন পাবেন এছাড়া রয়েছে অন্যান্য ভাতাসমূহ।

 

পদের নাম

Junior Administrative Assistant

মোট শূন্যপদ : ৩২ টি। (UR – ১৪ টি, EWS- ৩ টি, SC – ৫ টি, ST- ৭ টি, OBC- ৩ টি)

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাশ এবং সেইসাথে কম্পিউটারে টাইপিং করার ক্ষমতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুসারে বেতন পাবেন এছাড়া রয়েছে অন্যান্য ভাতাসমূহ।

চাকরির খবর : স্টাফ সিলেকশন কমিশনে MTS ও Havaldar পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে আবেদন শুরু।

 

পদের নাম

Driver

মোট শূন্যপদ : ১৭ টি। (UR – ৯ টি, EWS- ১ টি, SC – ২ টি, ST- ৩ টি, OBC- ২ টি)

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাশ এবং সেইসাথে ভারী গাড়ি চালানোর লাইসেন্স ও অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ২৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুসারে বেতন পাবেন এছাড়া রয়েছে অন্যান্য ভাতাসমূহ।

 

পদের নাম

Wireman

মোট শূন্যপদ : ২০ টি। (UR – ৯ টি, EWS- ২ টি, SC – ৩ টি, ST- ৪ টি, OBC- ২ টি)

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাশ এবং সেইসাথে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স ও কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুসারে বেতন পাবেন এছাড়া রয়েছে অন্যান্য ভাতাসমূহ।

 

পদের নাম

Senior Nursing Officer

মোট শূন্যপদ : ৯১ টি। (UR – ৩৫ টি, EWS- ১০ টি, SC – ১৫ টি, ST- ৭ টি, OBC- ২৪ টি)

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে B.Sc. নার্সিং ডিগ্রী থাকলে ও ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর ও সর্বোচ্চ ৩৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ৮ অনুসারে বেতন পাবেন এছাড়া রয়েছে অন্যান্য ভাতাসমূহ।

চাকরির খবর : কেন্দ্রীয় স্কুলে ১৪৯৩ টি শূন্যপদে নন টিচিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন চলছে।

 

পদের নাম

Lab Attendant Grade-II

মোট শূন্যপদ : ৪১ টি। (UR – ১৮ টি, EWS- ৪ টি, SC – ৬ টি, ST- ৯ টি, OBC- ৪ টি)

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে ও DMLT কোর্স থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ২৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ২ অনুসারে বেতন পাবেন এছাড়া রয়েছে অন্যান্য ভাতাসমূহ।

*বাকি পদগুলির সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে পড়ুন।

নিয়োগ পদ্ধতি

উপরিউক্ত সবকটি পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের প্রথমে কম্পিউটার চালিত MCQ টাইপ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, সেখানে পাশ করলে, যেসব পদের জন্য স্কিল টেস্ট প্রয়োজন, সেইসব পদের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে তারপর সবশেষে ডকুমেন্ট ভেরিফাই করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি 

উল্লেখ্য সবকটি পদে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট https://aiimsbbsrrecruitment.nic.in/ এ গিয়ে AIIMS.BBSR/RECT/2023/990/B&C/1583- এই advertise নম্বরের পাশে Apply Online অপশনে ক্লিক করতে হবে, তারপর প্রাথমিক রেজিস্ট্রেশনের পর অনালাইন ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে (তবে প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে।

আবেদন ফি

Gen/OBC আবেদনকারীদের ৩০০০ টাকা ও SC/ST/EWS আবেদনকারীদের ২৪০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে, তবে PWD আবেদনকারীদের কোনোরকম ফি জমা দিতে হবেনা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক : (শীঘ্রই active হবে) Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

আরও পড়ুন : কবে থেকে Food SI ফর্ম ফিলাপ শুরু হবে, কি জানালো PSC? জেনে নিন গুরুত্বপূর্ণ এই আপডেট।

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment