AIIMS Bhopal Recruitment 2023: All India Institute of Medical Science, Bhopal এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এতে মোট ২৩৩ টি শূন্যপদে Group-C Non – Faculty Posts নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যেসমস্ত চাকরিপ্রার্থী নিম্নোক্ত পদগুলিতে আবেদন জানাতে ইচ্ছুক তারা আগামী ০৬.১০.২০২৩ তারিখ থেকে আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি, প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে।
নিয়োগকারী সংস্থা | AIIMS Bhopal |
Advertisement no. | – |
অফিসিয়াল ওয়েবসাইট | aiimsbhopal.edu.in |
মোট শূন্যপদ | ২৩৩ টি। |
আবেদন শুরু | ০৬.১০.২০২৩ |
আবেদন শেষ | ৩০.১০.২০২৩ |
পদের নাম
Office/Stores Attendant (Multi-Tasking)
মোট শূন্যপদ : ৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা ITI পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।
পদের নাম
Lower Division Clerk
মোট শূন্যপদ : ৩২ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে টাইপিং করতে জানতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।
চাকরির খবর : কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নন-টিচিং স্টাফ নিয়োগ, আবেদন চলবে ১৪ ই অক্টোবর পর্যন্ত।
পদের নাম
Stenographer
মোট শূন্যপদ : ৩৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীর স্টেনোগ্রাফি করতে জানা আবশ্যিক।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।
পদের নাম
Driver (Ordinary Grade)
মোট শূন্যপদ : ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে হালকা ও ভারী গাড়ি চালানোর লাইসেন্স সহ ২ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য বলে গণ্য করা হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।
**এছাড়াও Upper Division Clerk, Data Entry Operator, Store Keeper-Cum-Clerk, Junior Warden (House Keepers) ও অন্যান্য পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে।
চাকরির খবর : কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নন-টিচিং স্টাফ নিয়োগ, আবেদন চলবে ১৪ ই অক্টোবর পর্যন্ত।
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থীদের মূলত ৪ টি ধাপে বাছাই করা হবে, সেগুলি হল-
- লিখিত পরীক্ষা
- স্কিল টেস্ট
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিক্যাল টেস্ট
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের উপরিউক্ত সবকয়টি পদে আবেদনের জন্য সংস্থার অফিসিয়াল সাইট “aiimsrbl.edu.in” -এ গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীরা সরাসরি আবেদন জানাতে চাইলে নীচে দেওয়া লিংকে ক্লিক করেও আবেদন ফর্ম ফিলাপ করতে পারেন এবং আবেদন শেষে প্রার্থীদের আবেদন ফি জমা দিয়ে ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
আবেদন ফি
Gen/OBC/EWS প্রার্থীদের ১২০০ টাকা এবং SC/ST/PWD প্রার্থীদের ৬০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন আবেদন : | Apply Now |
আরেকটি চাকরির খবর : কোলকাতার জাহাজ তৈরির কোম্পানিতে শিক্ষানবিশ নিয়োগ, ITI ছাড়াও করা যাবে আবেদন।