AIATSL Recruitment 2023: ভারতের অত্যন্ত সুপরিচিত একটি বিমান সংস্থা AI Airpot Services Limited, সম্প্রতি তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সকল ভারতীয় যোগ্য চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে Cochin and Calicut International Airport -এর বিভিন্ন কাজে নিযুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। মোট ৩২৩ টি শূন্যপদে প্রথমাবস্থায় ৩ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে, এখানে শুরু হওয়া আবেদনে আরও কি কি শর্ত ও নিয়মাবলী রাখা হয়েছে তা নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন।
নিয়োগকারী সংস্থা | AI Airpot Services Limited |
Advertisement no. | AIASL/HRD-SR/MAA/23-09/02 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.aiasl.in |
মোট শূন্যপদ | ৩২৩ টি। |
বিজ্ঞপ্তি প্রকাশ | ২৯.০৯.২০২৩ |
ইন্টারভিউ | ১৭, ১৮ ও ১৯ অক্টোবর |
পদের নাম
Handyman/Handywomen
মোট শূন্যপদ : ২৭৯ টি।
শিক্ষাগত যোগ্যতা : যেসমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনে ইচ্ছুক, তাদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হতে হবে। সেইসাথে ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে হবে এবং হিন্দি ও স্থানীয় ভাষার জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স সীমা : উক্ত বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে, ০১.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৮ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৩১ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩৩ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : চাকরি হওয়ার পর চাকরিরত প্রার্থীদের প্রতিমাসে ১৭,৮৫০ টাকা বেতন দেওয়া হবে।
**এছাড়াও Junior Officer-Technical ও Ramp Service Executive/Utility Agent Cum Ramp Driver -এর মতন টেকনিক্যাল পদেও শূন্যপদ রয়েছে, ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিটি পড়ার অনুরোধ রইলো।
চাকরির খবর : এইমস এ মাধ্যমিক পাশে ২৩৩ টি শূন্যপদে MTS সহ অন্যান্য গ্রুপ C কর্মী নিয়োগ।
প্রার্থী বাছাই পদ্ধতি
উল্লেখ্য পদগুলিতে প্রার্থীদের মূলত দুইটি ধাপের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে, যথা-
- শারীরিক ক্ষমতা পরীক্ষা অর্থাৎ (PET) এবং
- ইন্টারভিউ
*শারীরিক পরীক্ষার ধরণ জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
আবেদন পদ্ধতি
উল্লেখ্য পদগুলিতে আগে থেকে আবেদনের জন্য কিছু করতে হবেনা। প্রার্থীদের বিজ্ঞপ্তির সাথে থাকা আবেদন ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নিয়ে সেটিকে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে, তারপর বিজ্ঞপ্তিতে চাওয়া যাবতীয় ডকুমেন্টগুলির জেরক্স কপি সেলফ এটেস্টেড করে ও অরিজিনাল ডকুমেন্টগুলি নিয়ে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে। প্রার্থীরা ফর্মের মধ্যে ছবির স্থানে সর্বোচ্চ ৩ মাসের পুরোনো ছবিই লাগাতে পারবেন।
আবেদন ফি
উপরের সবকয়টি পদে আবেদনের জন্য Gen/ OBC/ EWS প্রার্থীদের ₹500/- টাকা ফি “AI AIRPORT SERVICES LIMITED” (Mumbai) এর উদ্দেশ্যে ডিমান্ড ড্রাফ্ট এর মাধ্যমে পাঠাতে হবে, তবে SC/ST/Ex-servicemen শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনোরকম ফি প্রদানের দরকার নেই।
**মনে রাখবেন, ডিমান্ড ড্রাফ্ট এর উল্টো পাশে নিজেদের নাম ও মোবাইল নম্বর লিখে দিতে হবে।
ইন্টারভিউয়ের সময়কাল
- পদ- Junior Officer-Technical ও Ramp Service Executive /Utility Agent Cum Ramp Driver – আগামী ১৭ অক্টোবর, সকাল ৯ টা থেকে ১২ টা।
- পদ- Handyman / Handywomen- আগামী ১৮ ও ১৯ অক্টোবর, সকাল ৯ টা থেকে ১২ টা।
চাকরির খবর : কোলকাতার জাহাজ তৈরির কোম্পানিতে শিক্ষানবিশ নিয়োগ, ITI ছাড়াও করা যাবে আবেদন।
ইন্টারভিউয়ের স্থান
Sri Jagannath Auditorium, Near Vengoor Durga Devi Temple, Vengoor, Angamaly, Ernakulam, Kerala, Pin – 683572. [On the Main Central Road ( M C Road ), 1.5 Km away from Angamaly towards Kalady]
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি তথা আবেদন ফর্ম : | Read Now |
অফিশিয়াল ওয়েবসাইট : | Click Here |
আরেকটি চাকরি : ৪১২ টি শূন্যপদে কলকাতা পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি, আগামী ০৯ অক্টোবর পর্যন্ত চলবে আবেদন।