AAICLAS Recruitment 2023: AAI CARGO LOGISTICS & ALLIED SERVICES COMPANY LTD, যা এয়ার ইন্ডিয়ার একটি সাবসিডিয়ারি সংস্থা। এই সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে এবং Trolley Retriever নামক পদে, ১০৫ টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের যেকোনো যোগ্য চাকরিপ্রার্থী এই পদে আবেদনযোগ্য। সম্পূর্ণ অনলাইনে আবেদনমূলক এই শূন্যপদগুলিতে কোন যোগ্যতায়, কিভাবে আবেদন করতে পারবেন, সেবিষয়ে বিস্তারিত আলোচনা করা হল-
নিয়োগকারী সংস্থা | AAI CARGO LOGISTICS & ALLIED SERVICES COMPANY LTD |
Advertisement no. | 08 OF 2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | aaiclas.aero |
মোট শূন্যপদ | ১০৫ টি। |
আবেদন শুরু | ০২.০৮.২০২৩ |
আবেদন শেষ | ৩১.০৮.২০২৩ |
পদের নাম
Trolley Retriever
মোট শূন্যপদ : ১০৫ টি। (UR – ৪৪ টি, EWS- ১১ টি, SC – ১৫ টি, ST- ০৭ টি, OBC- ২৮ টি)
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থী মাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : এই পদে আবেদন করতে, ০১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ২১,৩০০ টাকা বেতন দেওয়া হবে।
চাকরির খবর : পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরে ক্লার্ক পদে নিয়োগ, আবেদন করার জন্য জানুন বিস্তারিত।
নিয়োগ পদ্ধতি
শধুমাত্র শারীরিক ক্ষমতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা | ওজন | বুকের ছাতি |
ন্যূনতম ১৬৭ সেমি | ন্যূনতম ৫৫ কেজি | ৮১ (না ফুলিয়ে) থেকে ৮৫ (ফুলিয়ে) সেমি |
এছাড়াও নিয়মানুযায়ী চোখ, কান এবং শরীরের বিভিন্ন অংশের পরীক্ষা নেওয়া হবে, যেমনটা সেন্ট্রাল বাহিনীতে নেওয়া হয়ে থাকে। বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইট- aaiclas.aero তে গিয়ে, Career অপশনে ক্লিক করে অনলাইন ফর্ম ফিলাপের মাধ্যমে আবেদন জানাতে হবে। ফর্ম ফিলাপের পর আবেদন ফি জমা করে, ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে যত্ন সহকারে রেখে দিতে হবে।
আবেদন মূল্য
বিজ্ঞপ্তিতে প্রকাশিত সমস্ত শূন্যপদে আবেদনের জন্য, Gen/ OBC/ EWS প্রার্থীদের মোট ২৫০ টাকা জমা করতে হবে, তবে SC/ ST/Female প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য দিতে হবেনা।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন লিংক : | Apply Now |
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
এটিও পড়ুন : ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা।
মক টেস্ট : জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১৩