জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য General Knowledge অপরিহার্য কারণ এটি বর্তমান বিষয়, ইতিহাস এবং সংস্কৃতি, বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়ায়। এটি সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়ায়, সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করে এবং SSC MTS, WBP, GD Constable, Food SI এবং WBPSC -এর মতো পরীক্ষায় কর্মক্ষমতা বাড়ায়। যেসকল ছাত্রছাত্রীরা Food SI, জেল পুলিশ সহ অন্যান্য পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছো, তাদের জন্য রইল আজকের বাছাই করা ১০ টি General Knowledge MCQ
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১) নিরক্ষীয় চিরহরিৎ বনভূমিকে কী বলা হয়?
ক. সালফা।
খ. সেলভা।
গ. তৈগা।
ঘ. প্রেইরী।
View Answer
২) পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?
ক. আরাবল্লী।
খ. হিমালয়।
গ. আন্দিজ।
ঘ. রকি।
View Answer
৩) শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
ক. গঙ্গা।
খ. বিতস্তা।
গ. ঝিলাম।
ঘ. শতদ্রু।
View Answer
৪) সূর্য থেকে পৃথিবীতে যে পরিমাণ আলোকশক্তি আসে তার কত শতাংশ সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়-
ক. 0.00%
খ. 0.1%
গ. 1%
ঘ.
View Answer
৫) দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?
ক. ফিরোজ শাহ তুঘলক।
খ. মহম্মদ বিন তুঘলক।
গ. আলাউদ্দিন খলজি।
ঘ. আকবর।
View Answer
চাকরির খবর : জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে রাজ্যে ৭৬২ টি শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি, অনলাইনে করুন আবেদন।
৬) ফরমিক অ্যাসিড কোন প্রাণিতে পাওয়া যায়?
ক. লাল পিঁপড়ে।
খ. ছারপোকা।
গ. সাপ।
ঘ.
View Answer
৭) আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়?
ক. বেঙ্গল কেমিক্যাল।
খ. কোলকাতা মেডিকেল কলেজ।
গ. বেথুন কলেজ।
ঘ. হিন্দু কলেজ।
View Answer
৮) সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়?
ক. ১৯৭৫ সালে।
খ. ১৯৭৬ সালে।
গ. ১৯৭৭ সালে।
ঘ.।
View Answer
৯) পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত?
ক. শ্রীরামপুর।
খ. ধূলাগড়।
গ. কল্যানি।
ঘ. ব্যারাকপুর ।
View Answer
১০) বিশ্ব ব্যাঙ্কের সদর দপ্তর কোথায়?
ক. ওয়াশিংটন, ডি.সি.
খ. জেনেভা।
গ. ম্যানিলা।
ঘ. নিউ ইয়র্ক।
View Answer
আরেকটি চাকরি : রাজ্যের আইন বিভাগে উচ্চমাধ্যমিক পাশে প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স নিয়োগ।
মক টেস্ট : Important GK : ফুড SI ও জেল পুলিশ পরীক্ষার General Knowledge প্রশ্ন ও উত্তর।